Thursday, September 18, 2014

পাইকগাছায় পুষ্ঠি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এআইএন প্রকল্পের সবজির বীজ বিতরণ

“পুষ্টির চাহিদা পুরনে ও বাড়তি আয়ের উৎস্য হিসাবে শাক সবজির ভূমিকা অপরিসিম” এরই ধারাবাহিকতায় পাইকগাছা এবং পার্শ্ববর্তী কয়রা, দাকোপ, তালা, আশাশুনি’সহ বিভিন্ন উপজেলায় ইউএসএআইডি এর অর্থায়নে ওয়াল্ড ফিস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নকৃত (এআইএন) প্রকল্পের মাধ্যমে শত শত চিংড়ী চাষীদের মাঝে চিংড়ির পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ ও বাড়তি আয়ের লক্শেষ্য ঘেরের পাড়ে চাষের জন্য বিনামুল্যে সবজির বীজ বিতরণ করেছে। 

দিনভর পৃথক পৃথক কর্মসূচীতে অধিক চিংড়ী উৎপাদন ও পরিবেশ বান্ধব আধুনিক পদ্ধতিতে চিংড়ী চাষ ব্যবস্থাপনার উপর ২০১২ সাল থেকে প্রশিক্ষন প্রদান ও জেন্ডার সচেতনতার উপর কাজ করে আসছে।

বীজ বিতরণ অনুষ্ঠানে প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ মোঃ আশরাফুল হক বলেন অধিক চিংড়ী উৎপাদনের মাধ্যমে চাষীরা একদিকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তেমনী তাদের জীবন যাত্রার মানও বৃদ্ধি পাবে।

সবজির চাষ করে চাষীরা নিজেদের পুষ্টিতথা সবজির চাহিদা পূরণ করে বাড়তি আয়ের সৃষ্টি করবে। উল্লেখ্য যে, প্রকল্পটি থেকে উপরোক্ত উপজেলার প্রকল্পের সুফলভোগী ২৩৪০ জন চিংড়ী চাষীকে সবজির বীজ বিতরণ করা হয়।