পাইকগাছায় পৌরবাসীর নিরাপদ পানির সমস্যা
সমাধানে বৃষ্টির পানি সংরক্ষন ও ব্যবহার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
র্যালী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার সকালে নবলোক পরিষদের পরিবেশ
সহায়ক স্বাস্থ্য উদ্যোগ প্রকল্পের সহায়তায় ও পৌরবাসীর উদ্যোগে এক বর্ণাঢ্য
র্যালী প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরের নিকট
স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এসএম
তৈয়েবুর রহমান, কাজী নিয়মুল হুদা কামাল, ইদ্রিস আলী গাজী, নবলোক পরিষদের
প্রকল্প ব্যবস্থাপক ডেভিট মিস্ত্রী, ময়নুদ্দীন শেখ, ইজাজুর রহমান, প্রশান্ত
মন্ডল, লাবনী বাড়ই, সুব্রত অধিকারী, নীলিমা নাসরিন, কুন্তল রায় ও শেখ রাজু
আহমেদ।