বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার
করা হয়েছে। মালিক পক্ষের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে বুধবার বিকেলে আন্দোলনরত
শ্রমিক সংগঠনের নেতারা ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেন। ফলে বুধবার
সন্ধ্যার পর যশোর-খুলনা থেকে সব ধরনের পরিবহন চলাচল শুরু করেছে।
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত সোমবার সকাল থেকে খুলনা বিভাগের ১০ জেলা থেকে
ঢাকাগামী যাত্রিবাহী পরিবহন চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সড়ক পরিবহন
শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি।আন্ত-জেলা বাস মালিক সিন্ডিকেডের সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া জানান, শ্রমিকদের দাবি আমরা সমঝোতার ভিত্তিতে মেনে নিয়েছি। ফলে সন্ধ্যার পর থেকে পরিবহন চলাচল শুরু করেছে।