Friday, June 21, 2013

কপিলমুনি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কপিলমুনি প্রেসক্লাব নিবাচন’১৩ এর নির্বাচন সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব ভবনস্থ নির্বাচন কমিশন কার্যালয় থেকে চুড়ান্ত বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। এতে ৯টি পদে একটি করে মনোনয়ন পত্র ক্রয় করে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন প্রার্থীরা।

নির্বাচিরা হলেন, সভাপতি পদে শেখ সালাম, সহ-সভাপতি পদে এস এম আঃ রহমান, সাধারণ সম্পাদক পদে মুন্সি রেজাউল করিম মহব্বত, সহ-সম্পাদক পদে আমিনুল ইসলাম বজলু, কোষাধ্যক্ষ পদে পলাশ কর্মকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জি এম মোস্তাক আহমেদ, দপ্তর সম্পাদক জি এম হাসান ইমাম ও কার্যকরী দু’সদস্য পদে মহাদেব চন্দ্র সাধু ও এস এম লোকমান হেকিম।
 
প্রধান নির্বাচন কমিশনার ও কপিলমুনি কলেজ অধ্যক্ষ মোঃ শহর আলী গাজী বিজয়ীদের নাম ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার ও কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ এবং মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা।