Wednesday, April 30, 2014

পাইকগাছায় দুই মাদক বিক্রেতা‘সহ ৬ আসামি আটক

পাইকগাছা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতা’সহ ওয়ারেন্ট ও নিয়মিত মামলার ৬ আসামিকে আটক করেছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে এস.আই নজরুল ইসলাম ও এস.আই সোহেল রানা অভিযান চালিয়ে দরগামহল গ্রামের শেখ রওশন আলীর পুত্র মাদক বিক্রেতা আমিরুল ইসলাম (৪৯) ও আলমতলা গ্রামের বাবর আলী গাইনের পুত্র জিনারুল ইসলাম (৩০) কে গাজা ও পরিমাপ যন্ত্র‘সহ আটক করেন।

এছাড়া পৃথক অভিযানে ওয়ারেন্ট ও নিয়মিত মামলার ৬ আসামিকে আটক করা হয় বলে ওসি সিকদার আক্কাছ আলী জানান।