Wednesday, April 30, 2014

বহু প্রতীক্ষিত বৃষ্টির ফোঁটায় সিক্ত পাইকগাছার মাটি !

অবশেষ পাইকগাছাবাসী বৃষ্টির দেখা পেল ! দুঃখিত ! দেখবে কি করে এখনতো (রাত ২:৪৫ মিনিট) সবাই ঘুম। কিন্তু যারা এখনও জেগে আছেন, বছরের প্রথম বৃষ্টির পানিটা গায়ে লাগাতে ভুলবেননা।


কয়েক সপ্তাহের টা‍না গরমের পর রাত আড়াইটায় নেমে এল স্বস্তির বৃষ্টি। ঠ‍াণ্ডা বাতাস আর রিমঝিম বৃষ্টি।