কয়েক সপ্তাহের টানা গরমের পর রাত আড়াইটায় নেমে এল স্বস্তির বৃষ্টি। ঠাণ্ডা বাতাস আর রিমঝিম বৃষ্টি।
তবে, এতে করে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে পাকা ধানের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এমনিতেই সারা বছর অনাবৃষ্টিতে পানির খরচ অনেক বেশি গুনতে হয়েছে কৃষকদের। আর এখন আবার ধান কাটার সময় শিলা বৃষ্টি অনেক ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে তাদের।
প্রচন্ড তাপদাহে প্রাণিকুল যখন অস্থির তখন এই শিলা বৃষ্ঠিতে কতটা ক্ষতি হল সেই হিসাব করতে রাজি নন অনেকেই। কারণ, এ যে বহু প্রতীক্ষিত বৃষ্টি !
প্রচন্ড তাপদাহে প্রাণিকুল যখন অস্থির তখন এই শিলা বৃষ্ঠিতে কতটা ক্ষতি হল সেই হিসাব করতে রাজি নন অনেকেই। কারণ, এ যে বহু প্রতীক্ষিত বৃষ্টি !