পাইকগাছায় ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী প্রকল্পের আওতায়
হাইব্রিড প্যাসিফিক ভুট্টার মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার
কাজীমুছা ঈদগাহ ময়দানে ব্র্যাকের সিনিয়র উপজেলা ম্যানেজার একেএম শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা, উপ-সহকারী কৃষি
কর্মকর্তা অরুন কুমার পাল, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, আব্দুল আজিজ,
ইউপি সদস্য ফজিলাতুন্নেছা। উপস্থিত ছিলেন ব্র্যাকের মাঠ সংগঠক ফারুক হোসেন,
টেকনিক্যাল এ্যাসিট্যান্ট আকায়েদ হোসেন, তন্ময় মন্ডল, ফিরোজ আলী, ও কৃষক
মোশারফ হোসেন।
উল্লেখ্য, চলতি মৌসুমে কাজী মুছা মৌজায় ৭৭ জন কৃষক ৩৮.০৭ একর জমিতে ভুট্টার আবাদ করেন। কর্তন শেষে একর প্রতি ১১৯ মন ভুট্টার উৎপাদন হয়েছে বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, চলতি মৌসুমে কাজী মুছা মৌজায় ৭৭ জন কৃষক ৩৮.০৭ একর জমিতে ভুট্টার আবাদ করেন। কর্তন শেষে একর প্রতি ১১৯ মন ভুট্টার উৎপাদন হয়েছে বলে উল্লেখ করা হয়।
