Monday, May 5, 2014

পাইকগাছায় তামাক নিয়ন্ত্রণ আইনের সঠিক বাস্তবায়নের অভাব

পাবলিক প্লেস ও পরিবহনে প্রকাশ্যে চলছে ধুমপান


পাইকগাছায় বাস্তবায়ন হচ্ছে না তামাক নিয়ন্ত্রণ আইন। ফলে পাবলিক প্লেস, পরিবহন ও হোটেল রেস্তোরা গুলোতে প্রকাশ্যে চলছে ধুমপান। আইনের তেমন ব্যবহার না থাকায় প্রতিনিয়ত বেড়েই চলেছে ধুমপায়ীর সংখ্যা। 

আইন পালনে মানুষকে উৎসাহিত করতে ও পরোক্ষ ধুমপানের ক্ষতিকর দিক থেকে শিশু-নারীসহ অধুমপায়ীদের রক্ষা করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ধুমপানমুক্ত করাসহ তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ ব্যবহারে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়া এবং পাশাপাশি আইনটি পালনে দায়িত্বশীল নাগরিকদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন সচেতন নাগরিক মহল।

সূত্র মতে, পৃথিবীর ১০টি তামাক ব্যবহারকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। ২০০৯ সালে গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) এর পরিসংখ্যান মতে, বাংলাদেশ ৪৩% মানুষ (পুরুষ ও নারী) তামাক (বিড়ি-সিগারেট, জর্দা, গুল ইত্যাদি) ব্যবহার করেন।

অপর এক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে কর্মস্থলে ৬৩% মানুষ পরোক্ষ ধুমপানের শিকার হয়। জনস্বাস্থ্য রক্ষায় সরকার ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ এর সংশোধনীতে পাবলিক প্লেস, পরিবহন সহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ধুমপানমুক্ত করা বাধ্যতামূলক করলেও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় পাইকগাছা উপজেলার সর্বত্রই অর্থাৎ পাবলিক প্লেস, পরিবহন ও হোটেল রেস্তোরাগুলোতে প্রকাশ্যে চলছে ধুমপান। এমনকি প্রশাসনের নাকের ডগায়, উপজেলা পরিষদের সামনে ফাস্টুফুডের দোকানগুলোতে প্রকাশ্যে ধুমপান করা হয় বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও পৌর সদরের বিভিন্ন হোটেল-রেস্তোরা, পরিবহন চত্ত্বর, বাসস্ট্যান্ড ও জিরো পয়েন্ট এলাকাসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় প্রকাশ্যে চলছে ধুমপান। এতে সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে অধুমপায়ী ও নারী এবং শিশুরা।

এ ব্যাপারে সিয়ামের নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ জানান, ক্ষুদ্র ব্যবসায়ী ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে ধারণা না থাকার কারণে পাবলিক প্লেসগুলোতে ধুমপান বন্ধ হচ্ছে না।

উপজেলা তামাক নিয়ন্ত্রণ টার্স্ক ফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা ভবনসহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানকে ইতোমধ্যে ধুমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাঝে মধ্যে জরিমানাও করা হয় বলে তিনি জানান।