Monday, May 5, 2014

কপিলমুনির পথশিল্পী ইছারুদ্দীন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে; সাহায্যের আবেদন

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি পেতে পারেনা ? কপিলমুনিতে আলোচিত ও সকলের প্রিয় ব্যাক্তিত্ব পথশিল্পী ইছারুদ্দীনের জীবন বাঁচাতে সবার কাছে এই আকুতি তার পরিবারের। 

গত কয়েকদিন যাবৎ গুরুতর অসুস্থ্য অবস্থায় তালা হাসপাতালে ভর্তি রয়েছে সে। একমাত্র সহধর্মীনি ছাড়া দেখার কেউ নেই। জীবনের চলার পথে মাঠে, ঘাটে, হাট বাজারে ইছারুদ্দীনের শিল্পকর্ম ছড়িয়ে থাকলেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজ সে বড়ই অসহায়।

তাই যদি আপনার কিছু সাহায্য তার চিকিৎসার জন্য ব্যায়ীত হয় তাহলে অসহায় এ মানুষটির জন্য সেটি হবে বড়ই সৌভাগ্যের। আসুন আমরা পথশিল্পী ইছারুদ্দীনের পাশে দাঁড়াই। সাহায্য পাঠাবার ঠিকানা জনতা ব্যাংক, কপিলমুনি। সঞ্চয়ী হিসাব নং- ৩৫৭৫।