Monday, May 5, 2014

শিবসায় মাছ ধরতে নেমে নিখোঁজ মৎস্যজীবী; দু’দিন পর লাশ উদ্ধার

শিবসা নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ হবার দু’দিন পর এক মৎস্যজীবীর লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় পাইকগাছা-দাকোপ সীমান্তে শিবসা নদীতে ভাসমান অবস্থায় মৎস্যজীবী আজিবার রহমান গাজীর (৩২) লাশ উদ্ধার করে তার পরিবারের লোকজন।

জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের পাটকেলপোতা গ্রামের মৃত আলাউদ্দীন গাজীর পুত্র মৎস্যজীবী আজিবার গাজী বাড়ির পাশের শিবসা নদীতে জাল নিয়ে নামেন মাছ ধরতে। এক পর্যায়ে তিনি নিখোঁজ হন।

হতভাগা আজিবার গাজীর চাচাতো ভাই সোলাদানা ইউনিয়ন যুবলীগ সভাপতি সায়েদ আলী মোড়ল কালাই জানান, নিখোঁজ হবার দু’দিন পর শনিবার সন্ধ্যায় দাকোপের কামনিবাশিয়া এলাকাস্থ শিবসা নদীতে আজিবার গাজীর ভাসমান লাশ উদ্ধার করা হয়।