Thursday, September 11, 2014

কপিলমুনিতে কিশোরের হাতে কিশোরী মারাত্মক আহত

কপিলমুনিতে এক কিশোরের হাতে মারাত্মক আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে কিশোরী তিথিকে। প্রচন্ড আঘাত লাগায় কানের অবস্থা ভাল নয় বলে ডাক্তাররা জানিয়েছেন। ৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় কপিলমুনি জাফর আউলিয়া সড়কের হাউলী মোড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

কপিলমুনির পার্শ্ববর্তী নাবা গ্রামের রনজিৎ বৈরাগীর কন্যা কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী তিথি (১২) স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। পথে এই সড়কের মিয়াজান সরদারের বাড়ির সামনে অন্য একটি ছেলের সাথে কথা বলতে দেখে প্রতাপকাঠি গ্রামের মৃত খদু শেখের পুত্র একই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সোহেল (১৪), জাহেদুল সহ আরো ২/৩ জন এসে কেন ওই ছেলের সাথে কথা বলা হচ্ছে এ কথা বলে তিথিকে সোহেল বেধড়ক মারপিট করতে থাকে।

এ সময় পথচারীরা তিথিকে আহত অবস্থায় উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে পাঠায় কিন্তু, তিথির কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় খুলনা হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।