Monday, April 13, 2015

ঝর্ণা, পাহাড়, হরিন, বাঘ আর পানির ফোয়ারা বেষ্টিত মনোরম পরিবেশ চৌগাছা পৌরসভা চত্বরে

পাইকগাছা পৌরসভা‬'য় কি পৌরবাসী এমন পরিবেশ আশা করতে পারে না? আফটার আল, পাইকগাছা পৌরসভা এখন সাপৌরসভা‬ ! আই মিন ১৮ বছর বয়স। (সাবালক/সাবালিকা > সাপৌরসভা) 


দৃষ্টিনন্দন সৃষ্টিকর্ম মানুষকে আকৃষ্ট করে। তাই দৈনন্দিন জীবনে মানুষ যখন তিক্ত হয় ঠিক তখন নৈস্বর্গিক এবং মনোরম পরিবেশে গিয়ে আনন্দ আর সুখের খোঁজ করে। আর সেই ছোট্ট শান্তি নিকেতন গড়ে তুলেছে চৌগাছা পৌরসভা। পৌরসভা চত্বরে ঝর্ণা, পাহাড়, হরিন, বাঘ, পাখি, পুকুর আর পানির ফোয়ারা বেষ্টিত মনোরম পরিবেশ সকলকে আকৃষ্ট করছে। 

প্রতিদিন কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত অবধি পৌরবাসী এখানে ছুটে আসছেন আর অবলোকন করছেন অপরুপ সৌন্দর্য। মহৎ এই কাজটি করেছেন চৌগাছা পৌরসভার বারবার নির্বাচিত মেয়র পৌরপিতা সেলিম রেজা আওলিয়ার।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৮ আগস্ট সীমান্তবর্তী চৌগাছা উপজেলা সদরকে পৌরসভায় রুপান্তরিত করা হয়। মাত্র ৭ বছরের মধ্যেই ৩য় শ্রেণির পৌরসভা ২য় শ্রেণিতে উত্তীর্ণ হয়। 

সূত্র জানায়, ২০১৪ সালের শেষের দিকে শুরু করা হয় পায়রা চত্বর নির্মাণের কাজ। শুধু পায়রা চত্বর না, এর সাথে নির্মিত হতে থাকে কৃত্রিম পাহাড়, ঝর্ণা, পাখি, হরিণ, বাঘ এমনকি পাহাড়ের উপর বসবাসরত পাহাড়ীদের ছোট ছোট ঝুপড়ি ঘর। নির্মাণাধীন এই পাহাড়ের ভিতর দিয়ে নেমে আসছে ঝর্ণা। এই ঝর্ণার পানি রাখার জন্য সেখানে নির্মিত হয়েছে পুকুর। পহাড়ের তৃষ্ণার্থ হরিণ তৃষ্ণা মেটাতে এই পুকুরে পানি পানের জন্য বের হয়ে আসছে। আর হরিণকে শিকার করতে ক্ষুধার্ত বাঘ বনের মধ্যে লুকিয়ে হরিণের উপর সজাগ দৃষ্টি রেখেছে। 

অপরুপ এই সৌন্দর্যময় স্থাপনা নিখুঁতভাবে তৈরি করেছেন চৌগাছার শিল্পী আতিয়ার রহমান। দর্শনীয় এই কৃত্রিম পাহাড় ও পায়রা চত্বর দেখতে সেখানে প্রতিদিনই স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েসহ সাধারণ পৌরবাসী ভিড় করছেন।
এ ব্যাপারে পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার বলেন, পৌরসভা জনগণের সেবাদান প্রতিষ্ঠান ঠিকই, তবে সেবার পাশাপাশি তারা নতুন কিছু উপভোগ করবে এটিই স্বাভাবিক। এ ধরনের স্থাপনা নির্মাণ করলে শুধু দেখায় শেষ না, এর ফলে এলাকার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পাবে। তিনি এ ধরনের স্থাপনা আরও বেশি বেশি নির্মাণের পাশাপাশি পৌরসভার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এই অপরুপ সৌন্দর্যের কারুকার্য দেখতে আসা দর্শণার্থীরা বলছেন, পৌরসভা এখন শুধু জনগণের সেবাদানকারী প্রতিষ্ঠানই নয়, এটি জনগণের দর্শনীয় একটি প্রতিষ্ঠানে রুপ নিয়েছে।