বাংলা নববর্ষ-১৪২২ উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী নানান কর্মসূচী। অপরদিকে নববর্ষ উপলক্ষে উপকূল
সাহিত্য পরিষদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বিশেষ স্মরণিকা ধুমকেতু।
উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর মধ্যে রয়েছে পহেলা বৈশাখের দিন সকাল সাড়ে
৭টায় বর্ণাঢ্য শোভা যাত্রা, সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে পান্তা ভোজ,
৯টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীণ খেলাধুলা, একই স্থানে সকাল ১০টা থেকে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা।
এছাড়া দুপুরে হাসপাতাল ও এতিমখানায় স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে পরিবেশন
করা হবে উন্নত মানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার। সন্ধ্যা ৬টায় পাইকগাছা
সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা
হয়েছে। অনুষ্ঠানে জারি, সারি, ভাটিয়ালী, পল্লীগীতি, লালনগীতি, বাংলা
নববর্ষের গান, নাচ ও কৌতুক পরিবেশন করা হবে।
২য় দিন বিকাল সাড়ে
৪টায় শিবসা ব্রীজ সংলগ্ন বালুর মাঠে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা’সহ ৩
দিনব্যাপী নানান কর্মসূচী। ইতোমধ্যে বর্ষবরণের সকল প্রস্তুতি সম্পন্ন করা
হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন 'ভয়েস অফ
পাইকগাছা'কে জানিয়েছেন।
অপরদিকে অন্যান্য দিবসের ন্যায় বাঙালির
ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে উপকূল সাহিত্য পরিষদ থেকে বাংলা নববর্ষ
স্মরণিকা-১৪২২ ”ধুমকেতু” প্রকাশ করা হয়েছে বলে উপকূল সাহিত্য পরিষদের
প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী জানান।