কয়রায় নানা উৎসব
ও উদ্দীপনার মধ্যেদিয়ে শেষ হল সনাতন ধর্মের কালীপুজা উৎসব। উপজেলা সদর
ইউনিয়নের ১নং কয়রা মাঝের আইট সার্বজনীন কালীমন্দিরে ৩দিন ব্যাপি চলা
কালীপুজার সমাপনি অনুষ্ঠান রবিবার বিকাল ৫টায় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত
হয়।
অনুষ্ঠান শেষে ইউপি চেয়ারম্যান মন্দিরটির সার্বিক খোজ-খবর নেন
এবং তিনি তার ব্যাক্তিগত তহবীল থেকে মন্দীর উন্নয়নে নগদ অর্থ প্রদান করেন।
ভবিশ্যতে মন্দিরটি আরো সুন্দর করতে সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন
চেয়ারম্যান।
১নং কয়রা মাঝের আইট সার্বজনীন কালী মন্দিরের সভাপতি মাষ্টার মিহীর কান্তি
মন্ডলের সভাপতিত্বে পুজা সমাপনি উৎসবে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠান উপভোগ
করেন সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন,
কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ীর ইনচার্য মোঃ শারাজাহান, ইউপি সদস্য মোঃ রেজাউল
করিম, মাঝের আইট সার্বজনীন কালীমন্দির কমিটির সাধারন সম্পাদক শ্রী কানাই
লাল মন্ডল, সাংবাদিক শেখ সিরাজুদ্দৌলা লিংকন, সাংবাদিক জাহাঙ্গীর কবীর
টুলু, সাংবাদিক রহমতুল্লাহ উজ্জল, উপজেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক
মাষ্টার হাবিবুল্যাহ (হাবীব মাষ্টার), কয়রা সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি
আক্তারুজ্জামান খোকন।