Monday, April 13, 2015

পাইকগাছায় চৈত্র সংক্রান্তির মেলা ও বৈশাখী উৎসব শুরু

পাইকগাছায় গদাইপুর ইউনিয়নের বাজারখোলা নামক স্থানে চৈত্র সংক্রান্তির মেলা ও পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার থেকে ৩ দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। চড়ক পূজা উপলক্ষ্যে বাজারখোলা সংলগ্ন ফুটবল খেলার মাঠে বসেছে চৈত্র সংক্রান্তির মেলা। 

চৈত্র সংক্রান্তি মেলার মধ্য দিয়ে চড়ক পূজার অনুষ্ঠান সম্পন্ন হবে। চড়ক পূজা উপলক্ষে সপ্তাহব্যাপী সন্যাস ব্রতের মধ্য দিয়ে সন্যাসী দল নগর ও গ্রামে শিবের গাজন ব্রতীনিত্য করছে। খেঁজুর ভাঙা উৎসব ও বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি মেলার মধ্য দিয়ে চকড় পূজা শেষ হবে।

প্রায় ২ শত বছরের পুরোনো এ চড়ক পূজা ও মেলা চলে ৩ দিন ধরে। চৈত্র সংক্রান্তির মেলার পরের দিন বাংলা নববর্ষ পহেলা বৈশাখী উৎসব। চৈত্র সংক্রান্তির মেলা রূপ নেয় বৈশাখী মেলা ও উৎসবে। 

চৈত্র সংক্রান্তির মেলা ও বৈশাখী উৎসব উপলক্ষে সোমবার চৈত্র সংক্রান্তির মাঙ্গলিক ক্রিয়া, মঙ্গলবার মেলা প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান, বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিগানের মধ্য দিয়ে মেলা শেষ হবে। 

মেলার আয়োজনে রয়েছে, চৈত্র সংক্রান্তির মেলা ও বেশাখী উৎসব উদযাপন কমিটি। এ চড়ক পূজার মেলা দক্ষিন খুলনার ঐতিহ্যবাহী মেলা হিসাবে সুপরিচিত। অনুরূপভাবে, উপজেলার কপিলমুনি চৈত্র সংক্রন্তি পূজা ও বৈশাখী উৎসব চলছে।