Wednesday, December 4, 2013

পাইকগাছায় পেট্রোল সোনার হরিণ; বিক্রি হচ্ছে ১৫০ টাকায়

পাইকগাছায় পেট্রোল উধাও ! যা একটু পাওয়া যাচ্ছে তা আবার চড়া দামে কিনতে হচ্ছে। পেট্রোল এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আবার অনেকে তেল না পেয়ে ইতোমধ্যে গাড়ী বাসায় রেখে দিয়েছেন।

জানা গেছে ১৮ দলীয় জোটের টানা অবরোধে পাইকগাছায় কোন তেলের গাড়ী না আসতে পারায় তেল পাম্পসহ বিভিন্ন জায়গার তেল বিক্রেতাদের তেল ফুরিয়ে যাওয়ায় বিপাকে পড়তে হয় জ্বালানি তেল ব্যবহারকারীদের। গত দু’দিন যাবত পাম্পসহ বিভিন্ন স্থানের তেল বিক্রেতাদের পেট্রোল ফুরিয়ে যাওয়ায় অনেকে মোটর সাইকেল বাড়ীতে রেখে বিকল্প যানে চলাচল করছেন।

আবার যা একটু তেল মিলছে তার দাম আবার খুব বেশী। বুধবার হঠাৎ করে পৌর জিরো পয়েন্টে সন্ধান মেলে তেলের। জনৈক এক ব্যক্তি তেল বিক্রি করছেন এমন খবর পেয়ে অনেকে হুমড়ি খেয়ে পড়েন তেলের দোকানে। এক লিটার পেট্রোলের দাম ১৫০ টাকা। দামশুনে অনেককে ফিরে যেতেও দেখা গেছে।

গাড়ী চালক কামরুল হাসান জানিয়েছেন, কোথায়ও তেল না পেয়ে গাড়ী বাড়ীতে রেখে দিয়েছি। তেল বিক্রেতা জনৈক তৈয়েবুর জানান, যশোর থেকে অনেক ঝুকি নিয়ে তেল আনতে হয়েছে সে কারনে বেশী দামে বিক্রি করতে হচ্ছে।

পাইকগাছা এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী উজ্জ্বাল সরকার জানিয়েছেন, অবরোধের কারনে ১৫ দিন যাবত তেলের গাড়ী না আসায় তেল ফুরিয়ে গেছে। অবরোধে ঝুকি নিয়ে কেহ আসতে চাচ্ছে না সে কারনে আবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তেল আনা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।