Wednesday, December 4, 2013

মনোনয়ন প্রত্যাহার করতে পারেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী

দলের সিদ্ধান্ত মোতাবেক যে কোন মুহুর্তে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন বলে জানিয়েছেন খুলনা-৬ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর।

দলের চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ মঙ্গলবার নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেয়ার একদিন পর বুধবার দলীয় চেয়ারম্যানের এ সিদ্ধান্ত প্রসঙ্গে পাইকগাছা উপজেলা জাপার সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর এ অভিমত ব্যক্ত করেন।

এ প্রসঙ্গে জাপা নেতা মোস্তফা জানান, গণতন্ত্রের ধারা অব্যহত রাখতে নির্বাচনের বিকল্প নেই। আর এ জন্য জাতীয় পার্টি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় এবং খুলনা-৬ আসনে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন।

এখন দেশের জাতীয় স্বার্থে জাতীয় পার্টি যদি নির্বাচন থেকে সরে দাড়ায় এবং পার্টির চেয়ারম্যান যদি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত দেয় সে ক্ষেত্রে পার্টির চেয়ারম্যান যে সিদ্ধান্ত দেবেন সে সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করা হবে বলে তিনি জানান।

এক্ষেত্রে দলের আনুষ্ঠানিক ঘোষণা ও সিদ্ধান্ত পেলেই যে কোন মুহুর্তে মনোনয়ন প্রত্যাহার করা হতে পারে বলে জাপা মনোনীত এ নেতা জানান।