Wednesday, December 4, 2013

পাইকগাছায় একাধিক কলেজের নিয়োগ প্রক্রিয়া ঝুলে গেলো

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রজ্ঞাপন জারী করায় পাইকগাছায় কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ থেকে বাদ পড়লেন সংসদ সদস্য ও তার মনোনিত প্রতিনিধিগণ। ফলে ঝুলে গেল প্রক্রিয়াধীন অনেক কলেজের নিয়োগপ্রক্রিয়া।

গত ৩০ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের জাতীঃবিঃ/কঃপঃ/৬৯৩৩ নং স্মারকপত্র সুত্রে জানা গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে দশম জাতীয় সংসদ নির্বাচনকে বিবেচনায় রেখে নির্বাচন কমিশনের ধারাবাহিকতায় অর্ন্তবর্তীকালীন সময়ের জন্য (পুনরাদেশ না দেয়া পর্যন্ত) যে সকল কলেজে সংসদ সদস্য অথবা তার মনোনিত প্রতিনিধিগণ গর্ভনিং বডি/এডহক কমিটির সভাপতি ও সদস্য হিসেবে দায়িত্বরত আছেন সে সকল কলেজে সংশোধন সংবিধি ১৯৯৮-এর ৬ ধারামতে ভাইস চ্যান্সেলরের ক্ষমতাবলে জেলা পর্যায়ের কলেজের ক্ষেত্রে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার সভাপতির দায়িত্ব পালন করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ প্রজ্ঞাপন তাৎক্ষনিকভাবে কার্যকর হওয়ার ফলে উপজেলার ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজ, কপিলমুনি কলেজ ও আর কে বি কে হরিশ্চচন্দ্র ইনষ্টিটিউটসহ কয়েকটি কলেজের সভাপতি পদ থেকে বাদ পড়লেন স্থানীয় এমপি এ্যাড, সোহরাব আলী সানা। এদিকে সভাপতি রদবদল হওয়ার কারনে কপিলমুনি কলেজের আলোচিত অধ্যক্ষ পদ ও পাইকগাছা কলেজের গুরুত্বপূর্ণ ৪টি পদে প্রক্রিয়াধীন নিয়োগ প্রক্রিয়া ঝুঁলে গেছে।