Wednesday, September 3, 2014

কপিলমুনিতে চায়ের দোকানে জুয়ার আসর

কপিলমুনিতে প্রকাশ্যে চলছে জুয়া আসর। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এ খেলা। দিনমজুর, শ্রমিক এমন কি স্কুল ছাত্র এ খেলায় নিয়মিত অংশগ্রহণ করছে। অথচ স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেয়ায় আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কা করা রয়েছে।

জানা গেছে, বাজারের অধিকাংশ চায়ের দোকানী তাদের ব্যবসা টিকিয়ে রাখতে প্রথমে ক্যারাম ও পরে তাসের খেলা চালু করে। অবসর সময় কাটানোর নামে শুরু করা এ খেলা বর্তমানে জুয়ায় রূপ নিয়েছে। স্থানীয় নগর শ্রীরামপুর মোড় হতে বাজারের প্রায় প্রতিটি বাকে রয়েছে চায়ের ষ্টল।

সেখানে গেইম প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে আদায় করছে দোকানীরা। আর এ খেলা চলছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। শুধু তাই নয়, দিন মজুর ও শ্রমিকদের পাশাপাশি স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও অংশ নিচ্ছে এ খেলায়।