Wednesday, September 3, 2014

পাইকগাছা-আঠারমাইল সড়কটি জরুরী ভিত্তিতে মেরামতের দাবি দখিনার

পাইকগাছা থেকে আঠারমাইল পর্যন্ত কবি সিকান্দার আবু জাফর সড়কটি বর্তমানে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। 


জরুরী ভিত্তিতে সড়কটি মেরামত করে জনগনের চলাচলের উপযোগী হিসাবে তৈরি করার জন্য সড়ক ও জনপথ বিভাগের প্রতি জোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছ দখিনার সভাপতি প্রফেসর আলী আহমেদ, দখিনার প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. স. ম. বাবর আলী, আলহাজ্ব মোঃ আবুবকর সিদ্দিক, এ্যাড. হেমন্ত কুমার সরকার, এ্যাড. অচিন্ত্য কুমার দাশ, সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, এ্যাড. আরাফাত হোসেন, জি, এম, মইন উদ্দিন, মোঃ জাহিদ হাব্বি, এ্যাড. আবুল কালাম, কাজী তারিক আহমেদ, জি এম ইউনুস আলী, শারমিন মারিয়া মুক্তি, এস, এম, নজরুল ইসলাম, এ্যাড. নিহিত কান্তি ঘোষ, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আঃ আজিজ পাড়, বীর মুক্তিযোদ্ধা আঃ গনি, ভাষা সৈনিক আবু হায়দার সানা, এ্যাড. প্রবির বিশ্বাস, জি, এম, মোহাম্মদ আলী, দখিনা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ এখলাস সরদার, মোঃ সেলিম, মোঃ এনামুল ইসলাম প্রমুখ।