Wednesday, September 3, 2014

পাইকগাছায় শরিক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পাইকগাছায় সুশীলন শরিক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এণ্ড কো-অপারেশনের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো অপারেশন-বাংলাদেশ-এর উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শরিক প্রকল্প, খুলনার আঞ্চলিক সমন্বয়কারী বিলকিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। 


বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন। অনুষ্ঠানে শরিক কর্মসূচীর পটভূমি এবং ভৌগলিক প্রেক্ষাপটের উপর ধারণাপত্র উপস্থাপন করেন শরিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার আশফাকুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, কৃষি অফিসার বিভাস চন্দ্র সানা, প্রকল্প বাস্তবায়ন ল্ল কর্মকর্তা আজিজুল হক জোয়াদ্দার, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা এফ,এম, সেলিম আকতার, নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলী, জনস্বাস্থ্য ও উপসহকারী প্রকৌশলী শেখ সরফরাজ আলী, সহকারী মৎস্য কর্মকর্তা এস,এম, শহীদুল্লাহ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রুহুল আমিন বিশ্বাস, সমর কান্তি হালদার, শাহাদাৎ হোসেন ডাবলু, আলহাজ্ব মুনছুর আলী, কাজী আব্দুস সালাম বাচ্চু, কে,এম, আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ্বাস, শরিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার ফিরোজ আহম্মেদ, সৈয়দা ফরিদা ইয়াসমিন, সুশীলনের টিম লিডার শিপক চন্দ্র দে, প্রদীপনের কামরুন্নাহার ও গণমাধ্যম ব্যক্তিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।