Wednesday, September 3, 2014

হৃদরোগে আক্রান্ত ৭ মাসের শিশু বিথিকার রোগমুক্তি কামনা

পাইকগাছার মঠবাটীস্থ প্রতিবন্ধী কমিউনিটি কমপ্লেক্স ও ব্রতিত রায় শিশু ও প্রতিবন্ধী কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রাক্তন ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়ের পৌত্রি বিথিকা রায় (৭ মাস) এর রোগ মুক্তি কামনা করে পাইকগাছা সৎসঙ্গ কেন্দ্রীয় মন্দিরে বুধবার বিকালে এক প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

সৎসঙ্গ কেন্দ্রের সম্পাদক মুক্তিপদ মন্ডল (এসপিআর) এর পরিচালনায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন অরবিন্দু সানা, প্রভাষক সুফল মন্ডল, ব্যাংক কর্মকর্তা তাপস মন্ডল, শিক্ষক অনিল ঢালী, শিক্ষিকা রীনা মন্ডল, সংগীত সুকলা মন্ডল, ডাঃ তাপস রায়, ডাঃ নিরাপদ কবিরাজ, প্রমতেশ রায়. সুশান্ত সরকার, হিল্লোল রায়, সন্দীপন রায়, পরামনন্দ ঢালী, জগন্নাথ দেবনাথ, কাকন মজুমদার, সুভাষ সরকার, রিংকু স্বর্ণকার, তৃপ্তি রানী রায়, তনুশ্রী রায়, সুদর্শন দেবনাথ, স্বপন রায় প্রমুখ।

উল্লেখ্য, বিথিকা রায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকাস্থ ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ডাঃ এন,এন, ফাতেমার অধীনে চিকিৎসাধীন আছে। তাকে ভারতের বাঙ্গালোরে ডাঃ দেবী প্রসাদ শেটি কর্তৃক ওপেন হার্ট সার্জারী করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর বিথিকা রায় চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গমণ করবে।