Wednesday, September 3, 2014

স্বপ্নের শিববাটী ব্রীজ আর গুরুত্বহীন হয়ে পড়া একটি ফেরির গল্প !

পাইকগাছায় যখন প্রথম শিববাটী ফেরিঘাটে ফেরি চালু করা হল তখন এই ফেরির গুরুত্ব ছিল অপরিসীম। কারণ, পাইকগাছা থেকে কয়রায় বাস চলাচলের একমাত্র মাধ্যম ছিল এই ফেরি।

কালের পরিক্রমায় পাইকগাছাবাসী পেল স্বপ্নের (টোলযুক্ত) শিববাটী ব্রীজ ! আর গুরুত্বহীন হয়ে পড়লো এই ফেরি !


ছবিটি ব্রীজের উপর থেকে তোলা। তখনও নির্মান কাজ শেষ হয়নি।